১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড সহ দ্রততম মানব বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল হোসেনের (১০.২০সে. হ্যান্ড টাইমিং) বাজিমাত এবং টানা ৮বার দ্রুততম মানবীর খেতাব ধরে রাখলেন নৌবাহিনীর শিরিন আক্তার (১১.৮০সে.), নৌবাহিনী এম ইব্রাহিম হোসেন শটপুট ইভেন্টেও নতুন জাতীয় রেকর্ড।
ওয়ালটন ৪২তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৮ অদ্য ২৪ জানুয়ারী,২০১৯ইং তারিখ, বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ এবং এফ .এম ইকবাল বিন আনোয়ান (ডন), সিনিয়র অপারেটিভ ডাইরেক্টর, ওয়ালটন গ্রপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব এ এস এম আলী কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।
১০০ মিঃ পুরুষ ইভেন্টে গতবারের চ্যাম্পিয়ন বিকেএসপির হাসান মিয়া কে টপকিয়ে বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল হোসেন (১০.২০ সে.হ্যান্ড টাইমিং) নতুন জাতীয় রেকর্ড সহ দ্রততম মানব হয়েছেন। পৃর্বে রেকর্ড ছিল ১৯৯১ সালের গোলাম আম্বিয়ার (১০.৪০সে. হ্যান্ড টাইমিং)। আজকের ২য় স্থান অধিকারী বিকেএসপির হাসান মিয়া (১০.৩০সে. হ্যান্ড টাইমিং) পূর্বের রেকড ভঙ্গ করেছে।
১০০ মিঃ মহিলা ইভেন্টে সাবেক ৭ বারের দ্রততম মানবী লাভলী খাতুনের রেকড ভেঙ্গে ৮ম বারের মতো দ্রততম মানবী হলো নৌবাহিনীর শিরিন আক্তার (১১.৮০সে.)।
নৌবাহিনী এম ইব্রাহিম হোসেন শটপুট (১৪.৫৩মিঃ) ইভেন্টেও নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। পৃর্বে রেকর্ড ছিল ১৯৯৭ সালের মোজাফ্ফর হোসেন (১৪.২৫ মিঃ)। দুইটি রেকর্ডই বাংলাদেশ নৌবাহিনীর অর্জন।
তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতার আজ প্রথম দিনের ০৫ টি ইভেন্টের রেজাল্ট সংযুক্ত করা হলো।